প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। সোমবার (২২ মে) বেলা ১১টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয় সামনে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাডক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আমাদের শপথ নিতে হবে আগামী দিনের বিএনপি ও জামাত যতই ষড়যন্ত্র করুক না কেনো কোনও লাভ হবে না। আমরা সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মীরা এর দাঁত ভাঙা জবাব দিবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে তখনই বিভিন্ন ষড়যন্ত্র করছে। আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলে আরও  উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ বিমল কুমার দাস, আলহাজ্ব ইসহাক আলী, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ ভুইয়া, যুগ্ম-সম্পাদক ফরিদ আহমেদ পিয়ার চৌধুরী, প্রচার সম্পাদক এহসান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এরআগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গত বছরের ২৬ জুলাই রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের বিরুদ্ধে মানহানির মামলা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * প্রতিবাদ সভা * প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ * সিরাজগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল
সর্বশেষ সংবাদ