লোহাগড়ায় ৭ দিন ব্যাপী ভুমিসেবা সপ্তাহ শুরু

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার, উপজেলা রাজস্ব প্রশাসন কর্তৃক ৭ দিন ব্যাপী ভুমিসেবা সপ্তাহ শুরু হয়েেেছ। সোমবার (২২মে) সকালে লোহাগড়া উপজেলা ভুমি অফিসের হলরুমে উপজেলা রাজস্ব প্রশাসন কর্তৃক র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল হামিদ, লোহাগড়া উপজেলার শ্রেষ্ট করদাতা সৈয়দ মফিজুর রহমানসহ প্রমুখ । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী বলেন ভুমি অফিসে না এসে ঘরে বসে ভুমি সেবা গ্রহণ করতে পারবেন। তাছাড়া আপনারা কোন দালালের সাথে যোগাযোগ করবেন না। কোন কিছু বুঝতে না পারলে সরাসরি ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ভুমিসেবা সপ্তাহ শুরু * লোহাগড়া