জাবিতে জাহাঙ্গীর আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ ৫১ তম ব্যাচ

মোঃ মিজানুর রহমান, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাহাঙ্গীর আলম স্মৃতি  ক্রিকেট টুর্ণামেন্টে (ল প্রিমিয়ার লিগ) আইন ও বিচার বিভাগ ৪৯ তম  ব্যাচকে কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার  গৌরব অর্জন করেছে আইন ও বিচার বিভাগ ৫১ তম ব্যাচ।
রবিবার  (২১শে মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ    খেলার মাঠে অনুষ্ঠিত  এ জয়লাভ করে তারা ৷
শুরুতে টসে জিতে ৪৯তম ব্যাচকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় ৷ ওপেনার ফাহিমের ১৬ রান, অঙ্কন ১৩ রান ও সাদাতের ১২ রানে ৯ উইকেট হারিয়ে ১২ ওভারের খেলায় ৫১ তম ব্যাচকে  ৭৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় ৪৯ তম ব্যাচ।
জবাবে ব্যাটিং এ নেমে চমৎকার সূচনা করে ৫১ তম ব্যাচ ৷ ওপেনার সামিউলের ৩৭ রানের  দুর্দান্ত পারফরমেন্স ও রনির  ব্যাটিং নৈপুণ্যে ৮ম  ওভারে জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় তারা।  শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৮ রান। ১০ম ওভারে মোঃ মতিউল ইসলামের চোখজুড়ানো ৬ এর মাধ্যমে  ১০.৫ ওভারে জয় নিশ্চিত করে ৫১ তম ব্যাচ।
টুর্নামেন্টের সেরা বোলার হিসেবে নির্বাচিত হন ৫১ তম ব্যাচের অধিনায়ক  মোঃ কাওসার আলম।  সেরা ব্যাটিং নির্বাচিত হন ৪৯ তম ব্যাচের মোঃ ফাহিম।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ৪৯ তম ব্যাচের মাহমুদুল হাসান । সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন সাদমান সৌমিক খান। ফাইনাল ম্যাচে ‘ ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হন ৫১ তম ব্যাচের মোঃ সামিউল আহমেদ ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত ডিন ও আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান তাপস কুমার দাস ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় তারা চ্যাম্পিয়ন ৫১ তম ব্যাচের হাতে ট্রফি  তুলে দেন এবং তাদেরকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, গত ১৩ মে  ৪৯ তম ও ৫১ তম ব্যাচের  মধ্যকার ম্যাচ দিয়ে জাহাঙ্গীর আলম স্মৃতি ক্রিকেট  টুর্নামেট ( ল প্রিমিয়ার লিগ) শুরু হয়। আইন ও বিচার  বিভাগের সর্বমোট ৬ টি দল অংশগ্রহণ করেছে ৷  ৪৯ তম ব্যাচ এবারের আসরের আয়োজন করেন ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ৫১তম ব্যাচ * আইন ও বিচার বিভাগ ৫১ তম ব্যাচ * জাবিতে জাহাঙ্গীর আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন