হরিপুরে ওপেন হাউজ ডে-অনুষ্ঠিত
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের জনসাধারণের সাথে পশ্চিম বনগাঁও বাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠে রবিবার (২১মে) বিকাল ৪ টায় ওপেন হাউজ ডে-অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোছাঃ লিজা বেগম। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনজুরুল আলম সিনিয়র সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল,মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভিন সুমি,থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, তদন্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
ওপেন হাউজ ডে – সভায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, অস্বাভাবিক মৃত্যু, সহ অন্যান্য বিষয়ে জনসাধারণের সাথে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন পুলিশের কর্মকর্তাগণ।