সাভার ও আশুলিয়ায় প্রতিনিয়ত মানুষ খুন, স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক

আনিসুর রহমান, সাভার প্রতিনিধিঃ
সাভার ও আশুলিয়ায় গত তিন দিনে নৃশংস ভাবে এক কলেজ ছাত্রসহ দুই জন খুন হওয়ার রেশ কাটতে না কাটতেই রাতে আশুলিয়া থেকে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর খুব সন্নিকটে এ জনপদে প্রতিনিয়ত মানুষ খুন হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক আর উৎকণ্ঠা বিরাজ করছে। এলাকাবাসী জানায়,আজ গভীর রাতে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় একটি ভাড়া বাড়ির কক্ষে গার্মেন্টস শ্রমিক রিতুর ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্র্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ। অপরদিকে পূর্ব নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আজিম নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। তার মৃত্যুর বিষয়ে তদন্ত করছে পুলিশ।
এর আগে গেল ১৮ মে আশুলিয়ার জামগড়া এলাকার কলেজ ছাত্র হৃদয়কে অপহরণ করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে হাত পা বেধে হত্যা করে অপহরণকারীরা। এসময় ওই কলেজ ছাত্র অপহরণের পরে আশুলিয়া থানায় নিহতের পরিবার অভিযোগ দায়ের করলেও পুলিশ ওই যুবককে জীবিত উদ্ধারে কোন চেষ্টা করেনি বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। ওই কলেজ ছাত্রর লাশ উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তারে করে র‌্যাব ৪। এছাড়াও আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং সদস্যদের নানা অপরাধ মুলক কর্মকান্ডের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় পোশাক শ্রমিকসহ সাধারণ মানুষ আতঙ্কে দিন পার করছেন। অপরদিকে গতকাল বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা এলাকার একটি নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির ছাদ থেকে অজ্ঞাত আনুমানিক ৩০ বয়র বয়সী এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। কে বা কারা তাকে হত্যা করেছে তদন্ত করছে পুলিশ। অপরদিকে গেল ১৯ মে সাভারের সিআরপি এলাকার একটি বয়লার মুরগীর দোকানে ১৩ বছরের এক শিশুর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। মানুষ হত্যাকান্ডের পাশাপাশি এসব এলাকায় ছুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড দিন দিন বেড়েই চলছে। এলাকাবাসী আইন শৃক্সখলা পরিস্থিতি আরও উন্নতি করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
আইন শৃক্সখলা বাহিনীর সদস্যরা বলছে,মানুষের নিরাপত্তা দিতে তারা দিন রাত কাজ করছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * প্রতিনিয়ত মানুষ খুন * সাভার ও আশুলিয়া * স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক