কালিয়ায় মধুমতি নদীতে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকায় মধুমতি নদী থেকে মার্জিয়া খাতুন (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে খুলনার ডুবুরী দল।
শনিবার (২০মে) সন্ধ্যা ৬ টায় যোগানিয়া বাজার সংলগ্ন খেয়াঘাটের পাশে মধুমতি নদীর পাড়ে খেলতে যেয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় মার্জিয়া
খাতুন। মার্জিয়া দক্ষিন যোগানিয়া গ্রামের কাবুল শেখের মেয়ে। পরে স্বজনরা অনেক খোজাখুজি করে না পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসে খবর
দেয়। কালিয়া ফায়ার সার্ভিস খুলনা ডুবুরী দলকে অবগত করে।
রবিবার (২১মে) সকাল ১১ টায় নদীতে নেমে খুলনা ডুবুরী দল মার্জিয়া খাতুনের লাশ উদ্ধারের জন্য কাজ শুরু করে। প্রায় ঘন্টা ব্যাপি নদীতে খোজাখুজির পরে নদীর অপর পাড়ে ইট ভাটার কাছে নদীর কুল থেকে তার লাশ ভেসে উঠে । এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
এব্যাপারে খুলনা ফায়ার সার্ভিস ডুবুরী দলের টিম লিডার শাহিদুল ইসলাম বলেন,কালিয়া ফায়ার সার্ভিস রবিবার সকালে আমাদেরকে অবহিত
করলে আমরা এসে উদ্ধারের জন্য কাজ শুরু করি। পরে নদীর অপর পাড়ে ইট ভাটার সংলগ্ন নদীর কুল মার্জিয়ার লাশ ভেসে উঠে। লাশের শরীলে কোথাও কোন কিছুর চিহ্ন পাওয়া যায়নি।