সাতক্ষীরায় সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
সাতক্ষীরা শহরের নিন্মআয়ের মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২১ মে) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সম্মিলিত আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্ব বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক আহসান রাজীব, প্রকৃতি ও জীবন ক্লাবের মো.আব্দুস সামাদ, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রুপা বসু, নারী নেত্রী জাহানারা পারভীন, পিপীলিকা কিশোরী সংগঠনের নেত্রী তামান্না পারভীন তমা, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক এসএম হাবিবুল হাসান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, ভিবিডির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।
মানববন্ধন বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানি পানের অযোগ্য। পানির ভেতরে কেঁচোসহ বিভিন্ন ধরনের ময়লা পাওয়া যায়। পৌরসভা সরবরাহকৃত পানি পান করলে পেটের পীড়া হচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে নিয়মিত পানি পাওয়া যায়না! বেশির ভাগ সময়ে অচল হয়ে পরে থাকে পানি তোলার প্লান্ট গুলো। পানি ছাড়া যেখানে জীবন অচল, সেখানে সাতক্ষীরার শহরের নিন্মআয়ের মানুষকেও বাধ্য হয়ে দৈনিক পানি কিনে খেতে হচ্ছে। এখনই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে নিন্মআয়ের মানুষের জীবনে কষ্টের সীমা থাকবে না। এছাড়া সাতক্ষীরা উপকূলের মানুষের ও সুপেয় পানির জন্য হাহাকার করতে হয়। বক্তারা শহরের নিন্ম আয়ের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের জোর দাবী জানান