বিক্রি হচ্ছিল ফ্রি স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ, নেওয়া হচ্ছিল অতিরিক্ত মূল্য

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য বসিয়ে ওষুধ বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা ও ফ্রি স্যাম্পলে মূল্য বসিয়ে বিক্রি করার অপরাধে দুই ওষুধ ব্যবসায়ীকে ১৯হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২০ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এনায়েতপুর থানার গোপরেখি বাজারে এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
বিষয়টি নিশ্চিত করে হাসান আল মারুফ বলেন, আজ এনায়েতপুরের বাজারটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ অভিযান চালানো হয়। বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে যাচাই বাছাই করা হয় এবং জনগণ ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এ সময় গোপরেখি এলাকায় এ্যানি ফার্মেসিতে অভিযান চালালে দেখা যায় তারা কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ঔষধ বিক্রি করছেন। শুধু তাই নয়, তারা মেয়াদ উত্তীর্ণ ঔষধও বিক্রি করছে এবং ফিজিশিয়ান স্যাম্পলে মূল্য বসিয়ে বিক্রি করছে। এতে জনগণ প্রতারিত হচ্ছেন। এ অপরাধে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একই বাজারের পাবনা মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করার অপরাধে ৪হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অতিরিক্ত মূল্য * বিক্রি হচ্ছিল ফ্রি স্যাম্পল * মেয়াদ উত্তীর্ণ ওষুধ
সর্বশেষ সংবাদ