শরীয়তপুর জাজিরায় আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার করায় ফুঁসে উঠেছে ইউনিয়নবাসী

জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জাজিরায় আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার করায় ফুঁসে উঠেছে বিকেনগর ইউনিয়নবাসী ; দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের এডভোকেট সুলতান হোসেন মিয়া স্মৃতি  সংসদের সভাপতি  তরুণ জনপ্রিয় আওয়ামীলীগের নেতা মোঃ হুমায়ুন ঢালীর বিরুদ্ধে অপপ্রচার ও দোষীদের শাস্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল ও ঘন্টা ব্যাপী প্রতিবাদ সভা করেছেন বি কে নগর ইউনিয়নবাসি।
নিজ বাড়িতে কয়েকশত নারী পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী সহ সাধারণ মানুষ।
এসময় বিকে নগর ইউইউনিয়নের এডভোকেট সুলতান হোসেন  মিয়া স্মৃতি সংসদের সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা হুমায়ুন ঢালী বলেন, আমি শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ভাই এর দলবল করি আমার এলাকার কিছু দুষ্কৃতিকারী রয়েছেন যারা এ বিষয়টি সহ্য করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছেন। আমি ২০১৮ সালে আমার সড়কের সাথে একটি ভবন নির্মাণ করে নির্মাণের কিছুদিন পর পদ্মা সেতু সড়কের ভূমি অধিগ্রহণের জরিপ আসে সেই তরফে আমার নির্মাণাকৃত ভবন ও জমি সড়কে পরে। আর আমি ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে, বিষয়টি আমার এলাকার কিছু বিএনপি সহ খারাপ লোকের দৃষ্টি পড়ে তারপর থেকেই আমাকে বিভিন্নভাবে খারাপ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাঁয় প্রতিপন্ন করার চেষ্টা করে এবং আমি যাতে জমি অধিগ্রহণের ন্যায্য পাওনা না পাই, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতএব আমি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মানহানি মামলা দায়ের করি। আর জেলা প্রশাসন সহ সকল স্থানে আমার নামে বিভিন্ন হেয় প্রতিপন্ন মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমি জেলা প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে আমার ন্যায্য পাওনা থেকে আমি যেন বঞ্চিত না হয় সেই দাবি জানাচ্ছি এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে তাই কামনা করছি।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায়  এডভোকেট সুলতান হোসেন মিয়া স্মৃতি সংসদের সদস্য সহ বিকে নগর ইউনিয়নের  মানুষ হুমায়ুন ঢালীর বিরুদ্ধে মিথ্যাচার করায়, অবিলম্বে সকল অপপ্রচারকারী ও নেপথ্যে থাকা নায়কদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবী জানান। অন্যত্র আগামী চব্বিশ ঘন্টা মধ্যে ইউনিয়নের সাধারণ জনগণসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী জানান আ.লীগের নেতৃবৃন্দগন।  তাদের দাবী অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, বি কে নগর ইউনিয়নে কোনদিনই শান্তি বিরাজ করবে না।
এসময় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর কাজী,জাজিরা উপজেলার যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল ঢালী, বিকেনগর ইউপি মেম্বার মিজান ঢালী সহ এলাকার গণ্যমান্যব্যক্তিগন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অপপ্রচার করায় ফুঁসে উঠেছে ইউনিয়নবাসী * শরীয়তপুর জাজিরায় আ.লীগ নেতা