শিরোনাম
চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য   » «    ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির করে কিশোর রিকশাচালক হোসাইন কে হত্যা গ্রেপ্তার -৩   » «    গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «   

মানিকগঞ্জ দৌলতপুরে জাতির পিতার প্রতি অসম্মান ও সীমাহীন দুর্নীতি অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে 

দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অসম্মান ও সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে সরকারি প্রমোদা সুন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে।
সরকারি পিএস মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মিজানুর রহমান তার বাড়ির সামনের রাস্তায় কাঁদার উপর বিছিয়ে রাখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সরকারি প্রোগ্রামে ব্যবহৃত একটি ব্যানারের উপর দিয়ে জুতা পায়ে তিনি তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা চলাচল করায় ওই সময়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধান শিক্ষকের নামে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। থানা পুলিশ তদন্তে গিয়ে আলামত উদ্ধার করে এবং ঘটনার সত্যতা পেয়ে সেই অভিযোগ আদালতে প্রেরণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, মোটা অংকের টাকার বিনিময়ে প্রধান শিক্ষক কোর্টের চলমান মামলা টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।
চলমান মামলার ব্যাপারে দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, মামলাটি চলমান আছে তবে আমি চ্যালেঞ্জ করেছি।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং এই মামলার বাদী মোঃ ইমরান হোসেন বুলবুল বলেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করে যে অপরাধ করেছে এতে যারা মন প্রাণ থেকে আওয়ামী লীগকে ভালোবাসেন তারা সকলেই এই ঘটনায় অন্তরে ব্যথা পেয়েছে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং এই ঘটনায় পুলিশ তদন্তে যেহেতু ঘটনার সত্যতা পাওয়া গেছে তাই আদালত এই মামলার ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে বলে আমি আশাবাদী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * জাতির পিতার প্রতি অসম্মান * প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাত * মানিকগঞ্জ দৌলতপুর * সীমাহীন দুর্নীতি অভিযোগ
সাম্প্রতিক সংবাদ