এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবীতে গাজীপুরে মানববন্ধন 

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ প্রতিনিধি :
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবীতে গাজীপুরে মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীবৃন্দ।  “এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ দিন” স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটে’ গাজীপুর শাখার শিক্ষক নেতাকর্মী ও জেলায় কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দ।
লাখপুর দাখিল মাদ্রাসার সুপার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাঙ্গালীয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পূবাইল আদর্শ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, বরুন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান ভূইয়া,  নরুন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। অন্যাণ্যের মাঝে উপস্থিত ছিলেন রোজিনা আক্তার, মো. উছিউল্লাহ, আহম্মদ উল্লাহ, মো. ছিদ্দিকুর রহমান, আবুল হোসেন মোড়ল, জিয়াউদ্দিন আহমেদ, জেসমিন সুলতানা ডেইজিসহ অন্যান্যরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবী * গাজীপুরে মানববন্ধন
সর্বশেষ সংবাদ