পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত 

আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৯টি ভর্তি পরীক্ষা কেন্দ্রের মধ্যে  প্রতি বছরের মত এবারও পবিপ্রবি কেন্দ্র ছিল।
শনিবার(২০ মে) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত  উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পবিপ্রবি কেন্দ্রে মোট উপস্থিতি শতকরা ৯৬ ভাগ, ৩৭৯ জন ভর্তি  পরীক্ষার্থীর মধ্যে ৩৬৬ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে।
ভর্তি পরীক্ষার্থী আকাশ বলেন, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, প্রশ্ন এভারেজ ছিলো। এখন রেজাল্ট দিলে বাকিটা বোঝা যাবে। ভর্তি পরীক্ষার্থী সুবর্ণা বলেন, প্রথমে কিছু টা টেনশন কাজ করছিলো তাছাড়া ওভারওল পরীক্ষা ভালো হয়েছে।
পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. ফজলুল হক বলেন, সকলের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।উপস্থিতি ভালো ছিলো, তবে প্রতিবারই মানবিক বিভাগে আমাদের কেন্দ্রে পরীক্ষার্থী কম থাকে। কিন্তু বিজ্ঞান বিভাগ এ ইউনিটে পরীক্ষার্থী বেশি থাকে। তবে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শুরু হয়ে শিক্ষার্থীদের কষ্ট দুর্দশা লাঘব হয়েছে। এখন একটি পরীক্ষার মাধ্যমে ২২ টি বিশ্ববিদ্যালয়ে যেকোনোটিতে  ভর্তির সুযোগ লাভ করছে।
এর আগে সারা বাংলাদেশে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে  মানবিক বিভাগে মোট   ৭ হাজার ৭শ ৪৬টি আসনের বিপরীতে  ভর্তি পরীক্ষার জন্য  আবেদন করেছিল  ৯৬ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী, আসন প্রতি ১৩ জন ভর্তিচ্ছু। জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে এবং সর্বশেষ এ ইউনিট বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত বি ইউনিটের পরীক্ষা