নবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে দুই জনকে সাজা 

নবাবগঞ্জ (ঢাকা)  প্রতিনিধি:
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় বাহ্রা ইউনিয়নের মালিয়াইল এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম সাজা প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।
সুত্র জানায় মালিয়াইল গ্রামে সরকারি রাস্তা নষ্ট করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে মাটি কাটার অপরাধে বাহ্রা এলাকার মো. বেলাল হোসেন এবং মো. রবিউল কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত দুইজনকে ০৭ দিনের বিনাশ্রম  সাজা প্রদান করেন এবং ০৯ টি মাটিবাহী মাহেন্দ্র জব্দ করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দুই জনকে সাজা * নবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটা