দুই কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ নেতারা
নাজমুল হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই কৃষকের এক একর জমির ধান কেটে দিলেন কৃষকলীগ নেতারা। গতকাল (২০ মে) শনিবার উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কেউটান রাজশাহী পাড়ার কৃষক আতাউর রহমান ও তোফাজ্জল হোসেনের ধান কেটে দেন তারা। রাণীশংকেল উপজেলা কৃষকলীগ আয়োজিত ধান কাটা কর্মসুচিতে অংশ গ্রহণ করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহামেদ চৌধুরী রিংকু এছাড়াও জেলা কৃষকলীগ নেতা মাসদু রানা পলক,সফিকুল ইসলাম সিরাজ,ওয়ালিউর রহমান বাবু। উপজেলা কৃষকলীগের সভাপতি বাবর আলী,সম্পাদক ধীগেণ নাথ রায়সহ ইউয়িন ওয়ার্ডের কৃষকলীগ নেতারা।
কৃষক আতাউর রহমান ও তোফাজ্জল হোসেন বলেন, এক একর ধান কাটতে প্রায় ২০ হাজার টাকা খরচ হতো। সে টাকা আমাদের বেচে গেল। কৃষকলীগের নেতারা এসে আমাদের এক একর জমির ধান কেটে দিল তাতে অনেক উপকার হলো।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহামেদ চৌধুরী রিংকু বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে আমাদের এই ধান কাটা। আমরা সমগ্রহ জেলাব্যাপী কৃষকের ধান কাটা কর্মসুচি গ্রহণ করেছি। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় কৃষকের ধান কেটে দেওয়া হবে।