কুবিতে গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২০ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন এবং আশেপাশে কেন্দ্রেগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভীড়ও ছিল চোখে পড়ার মতো।

গুছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা শুরু হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ৬ টি কেন্দ্রে মোট ৬ হাজার ৯৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এসব কেন্দ্রের দায়িত্বে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া চেষ্টা করছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের বিনএনসিসি রোভার স্কাউটস রয়েছে।

‘খ’ ইউনিটের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, প্রতিবারের মতো এবারো ভালোভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশাকরি আমরা সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পারবো।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ মে বিজ্ঞান বিভাগ এবং ৩ জুন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কুবিতে গুচ্ছের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
সর্বশেষ সংবাদ