মাধবপুরে ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরী আবারও মামলায় আসামী

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে আবারও একটি মামলায় আসামী হয়েছেন। এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করার ঘটনায় শনিবার (৯ই মে) মাধবপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী সহ ১০জনকে আসামী করা হয়েছে। এ ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর ও চুনারুঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। তিনি জানান, ইউপি চেয়ারম্যান জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই একটির পর একটি ঘটনা ঘটছে। বুধবার এক দফায় হামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এক যুবককে কুপিয়ে আহত করা হয়। হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল আওয়াল (৫০) ও মো: শহিদ মিয়া (৫৫) কে বৃহস্পতিবার রাতেই আটক করা হয়।
দক্ষিণ সুরমা গ্রামের হযরত শাহ চান মিয়া চৌধুরী (রহ:) এর মাজারের আত্মসাতের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। সম্প্রতি জামিনে মুক্তি পান ইউপি চেয়ারম্যান। এদিকে বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় মো: আকির মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কর হয়। উক্ত ঘটনায় তার বোন হাবিবা খাতুন বাদি হয়ে শুক্রবার ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মাধবপুরে ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরী