ইবিতে আগত পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রলীগের কর্মসূচি গ্রহণ

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২০ মে থেকে শুরু হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করতে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় নানা কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
শুক্রবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল পরিক্ষাকে ঘিরে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, ‘সুপেয় পানির ব্যবস্থা’, ‘অভিভাবক কর্নার’, ‘প্রাথমিক চিকিৎসা কেন্দ্ৰ’, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ কেন্দ্র’ প্রমূখ কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য জয় বাংলা বাইক সার্ভিস;পানি;কলম;তথ্য সরবরাহ সহ বিভিন্ন ধরনের কাজ করছি৷
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ইবিতে আগত পরীক্ষার্থী * ছাত্রলীগের কর্মসূচি গ্রহণ