কুমিল্লায় স্বপ্ন দেখাচ্ছে স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন

সাকলাইন যোবায়ের, কুমিল্লা:
 কুমিল্লার চৌদ্দগ্রামে ১ নং কাশিনগর ৪ নং ওয়ার্ড জুগিরকান্দি খুন্তা এলাকার মানুষের মাঝে স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (১৯ মে) দুপুরে এলাকার বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।  করোনাকালীন সময় শুরু করে এখন পর্যন্ত গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। তারা গ্রামের মধ্যে নলকূপ স্থাপন,  সোলার লাইট, দরিদ্রদের সহায়তা অসচ্ছলদের মাঝে স্বচ্ছলতা প্রদান এবং অসহায় কন্যাদায়গ্রস্ত পিতার মেয়েকে বিবাহর কাজে তারা সহযোগিতা করে থাকেন।
১ নং কাশিনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুগিরকান্দি (খুন্তা) স্বপ্ন ছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সভাপতি মোহাম্মদ খোকন বলেন, আমরা কতিপয় প্রবাসী প্রায় ৬০ জনের মত স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নামে এটি একটি স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক সংগঠন গড়ে তুলি। যার লক্ষ্য হচ্ছে গ্রামের উন্নয়ন করা এবং দোস্ত অসহায় কে সহযোগিতা করা।  সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক  সেবামূলক সংগঠন এ সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে কর্ম ক্ষমতা বৃদ্ধি করে তাদের সক্ষম করে গড়ে তোলা এবং গ্রামের রাস্তাঘাট নলকূপ সহ ব্যাপক উন্নয়নে সহযোগিতা করা।  এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,মোঃ শহিদুল ইসলাম মোঃ মোশারফ হোসেন মো :জামাল হোসেন মো:ইলিয়াস, সহ-সভাপতি হান্নান শিকদার ফারুক শিকদার, ওমর ফারুক, জাকির সিকদার, বিল্লাল শিকদার।  মাওলানা আবু তাহের । গিয়াস উদ্দিন মেম্বার প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন