আজমিরীগঞ্জে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানার এসআই আলাওল হক বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন, আজমিরীগঞ্জ বাজার বণিক সমিতি এবং স্থানীয় রামকৃষ্ণ মিশন পরিচালনা কমিটির সভাপতি নিখিল চন্দ্র বণিকের পুত্র গৌতম কুমার বণিক (৪৯), একই এলাকার আজিম নগর (লম্বাহাটি) গ্রামের মোঃ নাছির উদ্দিন মিয়ার পুত্র মোঃ জুনায়েদ আহমেদ (৪৮), শরীফনগর গ্রামের মৃত-নূর উদ্দিনের পুত্র মোঃ আতাউর রহমান (৩৫) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার রৌয়া গ্রামের বাসিন্দা অনিল দাসের পুত্র ও আজমিরীগঞ্জ বাজারের স্বপ্নছোঁয়া স্বর্ণ শিল্পালয়ের মালিক অপু দাস। উল্লেখ্য, গত বুধবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ আজমিরীগঞ্জ টানবাজারের ভূঁইয়া মার্কেটের অদূরে অপু দাসের মালিকাধীন স্বপ্নছোঁয়া স্বর্ণ শিল্পালয়ে অভিযান চালায়। এ সময় শিল্পালয়ের পেছনের কক্ষে নিষিদ্ধ ইয়াবা টেবলেট ক্রয় বিক্রয়ের সময় উল্লেখিতদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে পলিথিন পেপারে মোড়ানো ও কোটার ভিতর থেকে ৮৫ পিস নিষিদ্ধ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১০ হাজার ৮শ টাকা ও ওই টেবলেট বিক্রয়ের পরিবহণকাজে ব্যবহৃত আসামি গৌতম কুমার বণিকের ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওই দিনই বিকাল ৫ টার দিকে আটককৃত ৩ আসামীকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন। অপর আসামী অপু দাস পলাতক রয়েছেন।