বরিশালে লঞ্চ টার্মিনাল থেকে পড়ে পথশিশু নিখোঁজ

মোঃ জাহিদুল ইসলাম । (বরিশাল  জেলা  সংবাদদাতা)

বরিশাল   লঞ্চ টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পরে  এক পথশিশু পড়ে নিখোঁজ হয়েছে।   (১৮ মে ২০২৩ ইং) বৃহস্পতিবার বিকাল সারে পাঁচ টার সময় ঘটনাটি ঘটে। লঞ্চঘাটের এক পথশিশু চাঁদনী জানান, আমি,আসলাম,জনি, পল্টনের পাশে বসে ছিলাম। হঠাৎ করে পিছন থেকে নাইম এসে সাথী ও আসলামকে ধাক্কা দেয়।

এসময় আসলাম সাতার কেটে উঠে। কিন্তু সাথী সাতার জানে না সে ডুবে যায়। আমরা নদীতে ঝাপ দিয়ে বাঁচাবার চেষ্টা করি। কিন্তু সাথীকে আর পাওয়া যায় নি। ওপর পথশিশু আসলাম বলে, আমরা পল্টনে বসে দুষ্টুমি করছিলাম এসময় পিছন থেকে কে যেনো ধাক্কা দেয়। আমি নদীতে পড়ে গেলে সাঁতার কেটে উপরে উঠি।

নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া শিশু’র নাম নাইম (১৩) পিতা অজ্ঞাত, ৫ নং ওয়ার্ড পলাশ পুর এলাকার বাসিন্দা।নিখোঁজ পথশিশু সাথী আক্তার (১২)তাঁর বাড়ি ঢাকা বলে জানা গেছে। বরিশাল নদী বন্দর লঞ্চঘাট এলাকায় থাকতে।

সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ জলিল সাংবাদিক দের  বলেন,স্থানীয় ভাবে আমরা বিষয়টি শুনে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিস খবর দেই। এ রিপোর্ট লেখা  পর্যন্ত ফায়ার  সার্ভিসের কর্মীরা  উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।  বরিশাল নদী বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.এনামুল হক সুমন  জানান  নদীতে উদ্ধার অভিযান  চলমান  আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পথশিশু নিখোঁজ * বরিশালে লঞ্চ টার্মিনাল
সর্বশেষ সংবাদ