সৈয়দপুরে খামারীদের মাঝে ক্রিম সেপারেটর মেশিন বিতরণ

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে খামারীদের মধ্যে  দুইটি ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ওই মেশিন বিতরণ করা হয়েছে।  প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি)  আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে উপজেলা প্রাণি সম্পদ অফিসরের কার্যালয়ে ওই ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারীদের হাতে ওই ক্রিম সেপারেটর মেশিনগুলো তুলে দেন। এ সময় নীলফামারী জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডা. মো. রাশেদুল হক, সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, খামারী সাহিদ আজিজ, মো. নয়নসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকার খামারী সাহিদ আজিজ ও  বাঁশবাড়ী এলাকার খামারী রাহিনুর বেগমের মাঝে ওই ক্রিম সেপারেটর মেশিন প্রদান করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ক্রিম সেপারেটর মেশিন বিতরণ * সৈয়দপুরে খামারী
সর্বশেষ সংবাদ