শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে অপেক্ষা, ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছে রোগীরা!

মীর ইমরান- মাদারীপুর প্রতিনিধি:
দিনটি বৃহস্পতিবার  প্রতিদিনের মত রোগী আসতে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুকে ব্যাথা নিয়ে আসেন মরিয়ম আক্তার। ডাক্তারের জন্য অপেক্ষা করছেন তিনি। বুকের ব্যাথা ক্ষণে ক্ষণে বাড়ছে। প্রায় ১ ঘন্টা বসে থেকে, এরুম থেকে ও রুম,  খোঁজাখুঁজি করেও ডাক্তারের দেখা না পেয়ে অবশেষে ফিরে যেতে হলো   রোগী ও তার স্বজনদের।
রোগী মরিয়মের স্বজনরা বলেন,’বুকে ব্যাথা হলে রোগীকে নিয়ে শিবচর হাসপাতালে আসি। প্রথমে ইমার্জেন্সীতে গেলে টিকিট নিতে বলেন। ২০ টাকা দিয়ে টিকিট নিয়ে এক ঘন্টা বসে থেকেও ডাক্তার না পেয়ে চলে যাচ্ছি। এই হলো আমাদের শিবচরের স্বাস্থ্যসেবা।
এসময় অন্য রোগীরা বলেন,’টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে থেকেও ডাক্তার দেখাতে পারিনি। ডাক্তারই নাই। রুম বন্ধ। হাসপাতালের কাউকে জিজ্ঞেস করলেও কেউ কিছু বলে না।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা(আরএমও) মিঠুন বিশ্বাসের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,’ আজকে আমার দায়িত্ব ছিল না। দায়িত্বে ছিলেন ডা.মনিরুজ্জামান।’
তবে খোঁজ নিয়ে মনিরুজ্জামানকেও তার কক্ষে পাওয়া যায়নি। তিনি মিটিং রয়েছেন বলে হাসপাতালের এক কর্মচারী জানান।
এদিকে ডাক্তার দেখাতে এসে সেবা না পেয়ে ফিরে যাওয়া অসংখ্য রোগী ক্ষোভ প্রকাশ করেন।এমন অভিযোগ রয়েছে অনেক কিন্তু কিছুতেই যেন উপস্থিত পাওয়া যাচ্ছে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসদের।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছে রোগীরা * শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে