সাতক্ষীরায় ধান ও চাল সংগ্রহ শুরু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১২ টায় সদর উপজেলা খাদ্য গুদামে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় আরও উপস্থিত ছিলেন  জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন ও সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সবুর, সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, অধ্যাপক মোজাম্মেল হোসেন,  প্রমুখ।
জেলায় চলতি মৌসুমে ১৭৮০১মেট্রিক টন চাল ও  ৬১৯২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি চাউলের মূল্য ৪৪ টাকা, ও ধানের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ অভিযান  চলবে ৭ মে হতে ৩১ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠানে ধান ও চাল বিক্রয়কারী কৃষকদের মাঝে আম ও জামের গাছ বিতরণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সাতক্ষীরায় ধান ও চাল সংগ্রহ শুরু