সত্যি কথাটা নির্ভয়ে বলুন: ইউসুফ আব্দুল্লাহ্ হারুন এমপি
শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:
সত্যি কথাটা নির্ভয়ে পেশ করুন। সেটা আমার বিরুদ্ধে গেলে যাক। কিন্তু উদ্দেশ্যপ্রনোদিত হয়ে সংবাদ প্রকাশ করবেন না। তাহলে প্রেসক্লাবের ইমেজ নষ্ট হবে। সঠিক নিউজটাই পেশ করবেন।
টেকনোলোজির সাথে পাল্লা দিয়ে বিশ্ব এখন এগিয়ে চলছে। সামাজিক দায়বদ্ধতা থেকে জনগণকে সঠিক তথ্যটি অবহিত করুন। সুস্থ সাংবাদিকতা মাধ্যমে সুস্থ সমাজ গড়ে ওঠে। অপসাংবাদিতাকে পরিহার করে সুস্থ ধারায় সাংবাদিকতা করা সাংবাদিকের গুরু দায়িত্ব। সেই গুরু দদায়িত্গবব পালন করবেন।গতকাল বুধবার (১৭ মে) বিকেলে উপজেলা সদরে কবি নজরুল মিলনায়তনে মুরাদনগর প্রেস ক্লাবের এক সাধারণ সভায় কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন, এফসিএ প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।প্রেসক্লাবেরর প্রধান উপদেষ্টা ও অভিভাবক হিসেবে তিনি সাংবাদিকদের ব্যক্তিগত জীবনে সুবিধা অসুবিধা কিংবা পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে অভিভাবক হিসেবে সেই সময় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
তিনি আবুল খায়েরকে সভাপতি ও মাহবুব আলম আরিফকে সাধারণ সম্পাদক ও আহসান হাবিব শামীমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট মুরাদনগর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় মুরাদনগর উপজেলার ইউএনও মো. আলাউদ্দীন ভূঞা জনী, মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরীসহ জেলা থেকে আগত অনেক সিনিয়র সাংবাদিকদের মধ্যে এটিএন নিউজ ওএটিএন বাংলার খাইরুল আহসান মানিক, আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, এখন টিভির স্টাফ রিপোর্টার খালেদ সাইফুল্লাহ্, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন,সিটিভি নিউজের ওমর ফারুক তাপস, বিটিভির রাবেয়া আলম, যমুনা টিভির. খোকন চৌধুরী ও নাগরিক টিভির দেলোয়ার হোসেন আকাইদ, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য মো. হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও প্রেসক্লাবের নবীন-প্রবীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।