ভূরুঙ্গামারীতে নদী খননের নামে কৃষকের জমিতে খাল খনন, বন্ধের দাবীতে মানববন্ধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নদী খননের নামে কৃষকের কৃষি জমিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মরা সঙ্কোষ নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চর-ভূরুঙ্গামারীতে খাস জমি ছাড়াও কৃষকের প্রায় ছয়শ একর জমিতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ  (বিএমডিএ) খাল খনন করার অভিযোগ তুলেছেন তিন শতাধিক কৃষক। এর প্রতিবাদে ও খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার কৃষকরা।  এলাকার শত শত কৃষক  এই মানব বন্ধনে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, স্থানীয় কৃষক মমিন মন্ডল, তজিম উদ্দিন, আব্দুল হক, আমিনুর ইসলাসসহ অনেকে।
বিএমডিএ নাগেশ্বরী উপজেলা কার্যালয় সূত্রে  জানা গেছে, ইআইআরপি এর আওতায় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মরা সঙ্কোশ নদীর ভেল্লিকুড়ি থেকে হুচারবালা ত্রিমোহনী পর্যন্ত ৬ হাজার ৯শ মিটার এলাকা ৬টি প্যাকেজে খাল খনন কাজ শুরু করেছে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ  (বিএমডিএ)। এতে ব্যায় ধরা হয়েছে প্রায় এক কোটি ৫৯ লাখ টাকা। কাজগুলোর মধ্যে পাঁচটি প্যাকেজের কাজ করছে নওগাঁর মেসার্স খান ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অপর প্যাকেজটির খনন কাজ করছে নওগাঁরই মোসলেম উদ্দিন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ বিষয়ে জানতে চাইলে বিএমডিএ নাগেশ্বরী জোনের সহকারি প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. মাহবুব আলম বলেন, আমরা সরকারি যেটুকু জমি পাবো সেটুকু খনন করবো। কৃষকের জমি খননের প্রশ্নই আসেনা। তবে অনেকে সরকারি জমি নিজ নামে দাবি করে ভোগ দখল করে আসতেছেন। তারাই এসব অভিযোগ তুলছেন বলে দাবী করেন এ কর্মকর্তা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নদী খননের  নামে কৃষকের জমি * বন্ধের দাবীতে মানববন্ধন * ভূরুঙ্গামারী * মানববন্ধন
সর্বশেষ সংবাদ