কুবি উপাচার্যের সাথে শ্রেণী প্রতিনিধিদের দুইদিনব্যাপী মতবিনিময়

কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৯ টি বিভাগের শ্রেণী প্রতিনিধিদের সাথে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের দুইদিন ব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ও ১৭ মে প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে ছয়টি অনুষদে মোট ১৯ টি বিভাগের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন আগামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং একটি জব ফেয়ার আয়োজনে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় শিক্ষার্থীরা জব ফেয়ার আয়োজন আগ্রহ প্রকাশ করলে ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহাঃ হাবিবুর রহমানকে নিয়ে জব ফেয়ার আয়োজন কমিটি গঠন করা হয়।
এসময় উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সবার কাজ করা উচিত। এছাড়া, শিক্ষার্থীদেরকে মুখস্থ বিদ্যায় জোর না দিয়ে বাস্তবিক ও প্রায়োগিক জ্ঞান অর্জন করতে হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কুবি উপাচার্যের সাথে শ্রেণী প্রতিনিধিদের মতবিনিময়