বাগেরহাটে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘর ভাংচুর, অন্তঃসত্ত্বাসহ আহত-৩

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ

বাগেরহাটে জায়গা- জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘর ভাংচুর ও অন্তঃসত্ত¡াসহ ৩ জন আহত হবার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মাহাতাব হাওলাদার (৭১) বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগে দায়ের করেছেন।

মাহাতাব হাওলাদার সদর উপজেলার চুনখোলা গ্রামের মৃত মবিন উদ্দিন হাওলাদারের ছেলে।অভিযোগে জানান, বাগেরহাট সদর থানাধীন ১১৮ নং দক্ষিনখানপুর মৌজার এসএ ২৫৮ নং খতিয়ানে ১৪৬৫ নং এম.এ দাগে ০.০৫০০ একর সম্পত্তি। আমার শ্বশুর মৃত নূর মোহাম্মদ খান এর পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টার দিকে আমার আত্মীয় হালিমা বেগম (২৪), শহিদা বেগম (৭৮) বসত ঘরে অবস্থান
করছিলেন। এ সময় পাশ^বর্তী শামিম শেখ, ফজলু শেখ, হামিম শেখ, মোতালেব শেখসহ ৪/৫ জন সন্ত্রাসী লোহার রড ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বেআইনি আমার শ্বশুরের জায়গায় অনধিকার প্রবেশ করে। তারা ঘরে ঢুকে আমার আত্মীয়দেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা আমার আত্মীয়দের মারপিট শুরু করে। এ সংবাদ শুনে আমি ও আমার ছেলে আকবর হাওলাদার (২৭) ও আমার স্ত্রী হাসিনা
বেগম (৫৫) ঘটনাস্থলে যাই। সন্ত্রাসীদের বাধা দিলে সকল আসামীগন আমাদেরও মারপিট শুরু করে। এ সময় তারা আমার আত্মীয় ০৬ মাসের অন্তঃসত্তা হালিমা বেগম এর তলপেটে লাথি মারিলে সে প্রচন্ড ব্যাথা পেয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় তারা আমাকে ও আমার স্ত্রী হাসিনা বেগমকে প্রচন্ড মারধর করে। তারা ঘর থেকে টেনে হেচড়ে নামিয়ে দেয়। এ সময় তারা ঘরে নগদ অর্থ ও স্বর্নলংকার নিয়ে যায়। পরে আসামীরা আমার শশুরের বসত ঘরে থাকা সকল মালামাল ফেলে দেয় ও বসত ঘর ভাংচুর করে পুকুরে ফেলে দিয়ে অনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি করে। পরে স্থানীয়রা আমাকে, আমার স্ত্রী হাসিনা বেগম ও আমার আত্মীয় অন্তঃস্বত্তা হালিমা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার খারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অন্তঃসত্ত্বাসহ আহত * জেরে বসত ঘর ভাংচুর * বাগেরহাটে জায়গা সংক্রান্ত বিরোধ