মাদারীপুর ডিবি পুলিশের অভিযানে ১৩০ পিছ ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
মীর ইমরান মাদারীপুর নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরে মাদক নির্মূলে বিশেষ ভূমিকায় কাজ করছে গোয়েন্দা ( ডিবি)পুলিশ । মাদারীপুরে গোয়েন্দা পুলিশের আভিযানিক একটি দল মাদারীপুর সদর থানা এলাকার চরমুগুরিয়া, মডার্ন মটরস অটো ভ্যানের গ্যারেজ এর সামনে রাস্তা দিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিপন আকন, পিতাঃমৃত ইসলাম আকন ,সাং-ছয়না , মোঃ ইমরান আকন,পিতাঃআব্বাছ আকন, সাং- ছয়না , মোঃ মাসুদ খান,পিতাঃঅলিল খান, সাং-ঝাউদি, সর্ব থানাঃ/জেলাঃমাদারীপুরকে গ্রেফতার করা হয়।
ঘটনা ( ১৬ মে) রাত আনুমানিক ১০-৪৫ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখার চৌকস পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এ আসামিদের গ্রেফতার করে।
এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ ( বিবি) ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সব সময়ই চলমান থাকবে, তবে মাদকের বিরুদ্ধে মাদারীপুর জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ সব সময় সতর্ক অবস্থানে কাজ করে যাবে। উক্ত ১৩০ পিছ ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে, মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।