নবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি শিবলী সাদিক 

মোঃ ইয়ামিন সরকার, (নবাবগঞ্জ) দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার  অধিকাংশ  এলাকায় শিলা বৃষ্টির প্রভাবে  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৬ ই মে) সন্ধায় উপজেলার বিভিন্ন  এলাকায় টানা প্রায় ১০ মিনিটের  প্রবল শিলা বৃষ্টিতে  বিভিন্ন মানুষের  টিনের চালা ও   আম ও লিচুর  ব্যাপক  ক্ষতি হয়। খবর  পেয়ে বুধবার ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন  করেন  দিনাজপুর ৬ আসনের সাংসদ সদস্য সিবলী সাদিক।  এ সময় তিনি কয়েকটি  ক্ষতিগ্রস্ত  পরিবারের মাঝে নিজ তহবিল  থেকে  নগদ অর্থ বিতরণ  করেন।
এছাড়াও  ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার  এম এম আশিক রেজা,  ৮নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান মোঃ ছালাহ উদ্দিন মাসুম,  সাংবাদিকবৃন্দ এবং   ইউপি সদস্য সহ আরোও অনেকে।
মাহমুদ পুর ইউনিয়নের ফল চাষি  জাহিদুল ইসলাম জানান,  এ বছর  আম ও লিচুর ভাল  ফলনের সম্ভাবনা থাকলেও প্রচন্ড  শিলাবৃষ্টির ফলে আম ও লিচুর ব্যপক  ক্ষতি  হয়। এতে করে বিপাকে পড়েছেন অনেক আম লিচু চাষি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি শিবলী সাদিক * নবাবগঞ্জে শিলাবৃষ্টি
সর্বশেষ সংবাদ