ইবি কর্মচারীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

আহসান হাবীব রানা, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী সহকারী অধ্যাপকের সাথে অসদাচারণের অভিযুক্ত সাময়িক বরখাস্তকৃত কর্মচারী জে এম ইলিয়াসকে প্রণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। আজ মঙ্গলবার (১৬ মে) সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।
জানা যায়, গত ১৪ মে ওই সহকারী অধ্যাপকের স্বামী জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি পরিচয় দিয়ে আইসিটি সেলের কর্মচারী জে এম ইলিয়াসের সাথে ফোনে কথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কর্মচারী জে এম ইলিয়াসের সাথে জাহাঙ্গীর আলম তাঁর স্ত্রীর সাথে কেনো অসদাচারণ করা হয়েছে বলে জানতে চান। ইলিয়াসের অভিযোগ সেই মুঠোফোনে তখন জাহাঙ্গীর আলম তাঁকে প্রাণনাশের হুমকি দেন। যা ইলিয়াসের কাছে অডিও রেকর্ড হিসেবে সংরক্ষিত আছে।
ইলিয়াস সাংবাদিকদের বলেন, ‘গত ১২ মে ওই সহকারী অধ্যাপকের গাড়ির চালক শিক্ষক পরিচয়ে আমাকে ফোন করেন। আমি ব্যক্তিগত কাজে ক্যাম্পাসের বাইরে থাকায় শনিবার (১৩ মে) গিয়ে ওই শিক্ষিকার বাসার ওয়াই-ফাই সংযোগ ঠিক করে দেই। এছাড়া ইউজারনেম ও পাসওয়ার্ড তাঁদের দিয়ে আসি। পরে বিকেল বেলা তিনি আমাকে ফোন করেন এবং সন্ধ্যায় গিয়ে আমি তার ইন্টারনেট সংযোগ আবারো ঠিক করে দেই। এ সময় তিনি আমার প্রতি সন্তুষ্ট হন এবং আমার খোঁজ খবর নেন।’
ইলিয়াস আরো বলেন, ‘ পরে ১৪ মে বিকেলে ওই শিক্ষিকার স্বামী বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি পরিচয় দিয়ে ফোনে আমাকে হুমকি প্রদান করেন। এ সময় তিনি আমাকে প্রাণনাশের হুমকি দেন। জাহাঙ্গীর বলেন আমি আমার স্ত্রীর পেছনে মাসে ৫ লাখ টাকা ব্যয় করি আর তুমি তাঁর সাথে বাজে ব্যবহার করেছো। তোমাকে আমি দেখে নেব। ডিবি পুলিশ দিয়ে এবং সরকারি গানম্যান দিয়ে আমাকে তুলে নেয়ার হুমকি দেন তিনি। পরে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চাই এবং ইবি থানায় জিডি করি।’
এছাড়াও গত সোমবার সন্ধ্যায় অজ্ঞাত অস্ত্রধারী কর্তৃক হামলা চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করে তিনি নিজের নিরাপত্তার দাবি করেন।
এ বিষয়ে সহকারী অধ্যাপক উম্মে সালমা লুনা বলেন, ‘ইলিয়াস একজন কর্মচারী হয়ে একজন নারীর সাথে খারাপ ব্যবহার করেছে। আমার হাসবেন্ড আমার সাথে কী হয়েছে তা জানতে ইলিয়াসকে ফোন করেছিলেন। তখন সে তাঁর সাথেও খারাপ ব্যবহার করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীকে ইলিয়াসকে হুমকি দেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার কর্মচারী সমিতি বিচার দাবী করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ইবি কর্মচারীকে * প্রাণনাশের হুমকির অভিযোগ