ইজিবাইক চুরির মামলায় বাবা-ছেলেসহ চারজনকে ঢাকা থেকে গ্রেফতার
এস এম আব্দুল্লাহ সউদ, কালাই উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে চুরি হয়ে যাওয়া ইজিবাইকসহ চারজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ইজিবাইক চুরির সাথে জড়িত চার চোরকে ঢাকায় একটি রিক্সা গ্যারেজ থেকে আটকের পর সোমবার দুপুরে তাদের কালাই থানায় নিয়ে আসা হয়। এ সময় ওই গ্যারেজ থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দীন।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার কালাই উপজেলার বেগুনগ্রামের মৃত আফাজ ফকিরের ছেলে আব্দুস সামাদ ফকির (৫৬), তার ছেলে মাহফুজার রহমান সাদ্দাম (২৮), একই উপজেলার মাদারপুর গ্রামের ফারাজ উদ্দিন পোদ্দারের ছেলে আল আমিন পোদ্দার (২২) এবং দেওগ্রাম দক্ষিণপাড়ার মৃত মোজাম্মেল ফকিরের ছেলে আঞ্জুমান হোসেন (২৭)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দীন জানান, গত ২৫ এপ্রিল রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার রঘুনাথপুর গ্রামের ইজিবাইক চালক গ্রেফতারকৃতদের নিয়ে কালাই উপজেলার করিমপুর ত্রিমোহনীতে আসেন। এ সময় চোরেরা চুরির উদ্দেশ্যে ইজিবাইকের চালককে পাঁচশত টাকার নোট দেন। খুচরা টাকা না থাকায় চালক পাঁচশত টাকার নোট খরচ করতে পাশে একটি দোকানে যায়। এ সময় সুযোগ বুঝে আটককৃতরা তার ইজিবাইক নিয়ে চলে যায়। পরে অনেক খোঁজাখুজি করে ইজিবাইক না পাওয়ায় চালক গত শনিবার কালাই থানায় এসে অজ্ঞাতনামা একটি এজাহার দায়ের করেন। এজাহার হাতে পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনার সাথে জড়িতদের সনাক্তের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় নিয়ে রোববার রাতে ঢাকায় একটি রিকসা গ্যারেজ থেকে ওই চারজন চোরকে গ্রেফতার করেন। এ সময় ওই গ্যারেজ থেকে চুরি হয়ে যাওয়া ইজিবাইকটিও উদ্ধার করেন পুলিশ। এজাহারের আলোকে তাদের বিরুদ্ধে চুরি মামলা দায়েরের পর সোমবার বিকেলে জেল-হাজতে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।