ঘাঘট নদীর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করল প্রশাসন

ক্রাইম রিপোর্টারঃ
রংপুরের ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, মেশিন জব্দ এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গত রবিবার দুপুরে ঘাঘট নদীর দুটি স্থানে অভিযান পরিচালনা করেন রংপুরের সহকারী কমিশনার (ভূমি) ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। জেলা প্রশাসন স‚ত্রে জানা যায়, রংপুর সদর উপজেলার সীমানা ঘেঁষে ঘাঘট নদী থেকে বেশ কয়েকটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। বোমা মেশিন ও খননযন্ত্র দিয়ে বালু তুলে তারা বিক্রি করে আসছিলো। এতে স্থানীয় লোকজনের জমিজমার আবাদের ক্ষতিসহ রাস্তাঘাটের ক্ষতি হওয়ায় স্থানীয়রা জেলা প্রশাসনকে অভিযোগ জানায়। অভিযোগের প্রেক্ষিতে রংপুরের সহকারী কমিশনার (ভূমি) ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলকারীরা পালিয়ে গেলে অবৈধভাবে বালু তোলার কাজে যুক্ত মেশিন জব্দ করা হয়। পরে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত চার জনের নামে নিয়মিত মামলা করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমরা জিরো টলারেন্স। রবিবার অভিযানের উপস্থিতি টের পেয়ে বালুদস্যুরা বালু উত্তোলনের মেশিনগুলো রেখে ফেলে পালিয়ে যায়। এসময় অবৈধ বালু উত্তোলনের মিনি ড্রেজার মেশিন উদ্ধার করে, পাইপ ও স্থাপনাসহ ধ্বংস করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ অভিযার চলমান থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ * ঘাঘট নদী * প্রশাসন
সর্বশেষ সংবাদ