বদলগাছীতে ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

প্রতিনিধি বদলগাছী (নওগাঁ)ঃ
নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রলি উল্টে গিয়ে আপেল মাহমুদ (২২) নামের এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় গাবনা মাতাজিহাট সড়কের ছোট কাবলা নামক চার মাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলি চালক নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর গ্রামের আব্দুল কিয়ামতের ছেলে। তবে স্থানীয়রা বলছেন,মৃত্যু আপেল মাহমুদ দীর্ঘ ১৫ বছর ধরে গাবনা গ্রামের আব্দুল কালামের বাড়িতে কাজ করত।
থানা ও স্থানীয়সূত্রে জানাযায় মঙ্গলবার দুপুর ১২টায় মহাদেবপুর উপজেলার মাতাজিহাট থেকে ধান বোঝাই করে পাওয়ার ট্রলি নিয়ে গাবনা অভিমুখে যাওয়ার পথে চাকা পান্চার হয়ে ছোট কাবলা গ্রামের চার মাথা মোড়ে সড়কের
পাশে উল্টে যায় ওই পাওয়ার ট্রলি। এতে ঘটনাস্থলে ট্রলির নিচে চাপা পড়ে যাওয়ায় ট্রলির চালক আপেল মাহমুদ মারা যায় । পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে গাবনা গ্রামে স্বজনের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ধান বোঝাই ট্রলির চাকা পান্চার হয়ে ট্রলির নিচে চাপা পড়ে স্পটে মারা যান আপেল মাহমুদ।তবে স্বজনরা চাইলে আইনগত সহয়তা করা হবে।