ভারতে বাংলাদেশী নারী খেলোয়ারদের জয়

রংপুর থেকেঃ
ভারতের কোচবিহারে দেওয়ানগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে দক্ষিন দিনাজপুর ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়াকে পরাজিত করেন সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব রংপুর।
খেলায় প্রথমে ১১ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত, ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ । খেলার ৫৮ মিনিটে রেখার ১ মাত্র গোলে ম্যাচে ফিরে পরে আর গোল না হওয়ায় টাইব্রেকারে খেলা নিস্পতি হয়। টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রথমবার অংশ নেওয়া সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব রংপুর । ফাইনালে সেরা ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় বাংলাশের গোলকিপার শাম্মি, সেরা ডিফেন্ডার বাংলাদেশ দলের রেখা আক্তার, সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশ দলের সুলতানা আক্তার এই তথ্য নিশ্চিত করেন সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাবের কোচ মিলন খান।