বেরোবিসাসের নেতৃত্বে জয়- শিপন 

বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বেরোবি প্রতিনিধি রুদ্র মাহমুদ জয় ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন  ঢাকা পোষ্টের বেরোবি প্রতিনিধি মোবাশ্বের আহমেদ শিপন ।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রব্বানী। নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজীম ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।
নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি দৈনিক অধিকারের বেরোবি প্রতিনিধি, যুগ্ম সম্পাদক দৈনিক আজকের পত্রিকা এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কেএম হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ ক্যাম্পাস লাইভ২৪ এর বেরোবি প্রতিনিধি মো: সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাহিদুজ্জামান নাহিদ, প্রচার সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আনোয়ার হোসেন ।
নির্বাচন শেষে সাংবাদিক সমিতি ২০২২ এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি সৌম্য সরকার এবং উপদেষ্টাগণ অনলানের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে ফুলেল শুভেচ্ছা জানান।
নব-নির্বাচিত সভাপতি জয় বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন এবং এ ধারা অব্যাহত থাকবে। এসময় তারা শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।’
সাধারন সম্পাদক শিপন বলেন, ‘সকলকে আন্তরিক শুভেচ্ছা যারা নির্বাচিত হয়েছেন। আমাদের লিখনীর ধারা হোক সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য হবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বেরোবি
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ