রোযা পালন করছেন শরীয়তপুরের অন্তত ২০ গ্রামের মানুষ
জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অন্তত ২০ গ্রামের মানুষ বৃহস্পতিবার থেকে পবিত্র সওম (রোযা) পালন করছেন।শুক্রবার রাতে জেলার সুরেশ্বর, কেদারপুর, হালৈসার, চাকধো, চন্ডিপুরসহ ২০ গ্রামের মানুষ বুধবার রাতে তারাবির নামাজ পড়েন এবং বৃহস্পতিবার ভোর রাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেন।
শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা দীর্ঘ সময় ধরে সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান ও দুটি ঈদ পালন করে আসছে।
সুরেশ্বর দরবার শরীফের গদিনশিন পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নুরী বলেন, বিগত ১০০ বছর ধরে সুরেশ্বরের ভক্ত আশিকানা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছে। চাঁদ কিন্তু একটাই, তাই পৃথিবীর যেকোন প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা সেটাকেই অনুসরণ করে থাকি। আমাদের ভক্ত আশেকানরাসহ আমরা গতরাতে তারাবি নামাজ আদায় করেছি এবং আজ থেকে রোজা পালন শুরু করেছি।