জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

মিজানুর রহমানঃ

“ধনী নয়, ধ্যানীদের দলে আমরা” এই স্লোগানকে সামনে রেখে জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও গুনীজনদের সম্মাননা প্রধান করা হয়।

বুধবার রাতে উত্তরার একটি পার্টি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি জেমস এ কে হামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, একুশে পদক প্রাপ্ত কবি আল মুজাহিদী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও রবীন্দ্র গবেষক কবি আমিনুল ইসলাম বেদু,মোঃ আবু তাহের। সিনিয়র সাংবাদিক সামিউল আজম, সাংবাদিক রাসেল খান, সাংবাদিক রফিকুল ইসলাম, জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অভি,মাহামুদুর রহমান বাবর প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কবি আল মুজাহিদী বলেন, ছোট ছোট করে কাজ করতে করতে একটা সময় সংগঠনটি অনেক বড় আকার ধারণ করবে, আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সাথে এ সংগঠনে আজকে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি জেমস এ কে হামিম বলেন, ২০১৭ সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটি ধার করানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। সবার সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো কিছু করতে পারবো। এ সময় তিনি আরো বলেন,পথ শিশুদের জন্য একটি স্কুল নির্মাণ করার জন্য একটি স্কুল এবং একটি বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা হাতে নিয়েছি তা অচিরেই বাস্তবায়ন হবে বলে আশা করছি। সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,পথ শিশুদের নিয়ে কাজ করা আমাদের একটি নেশা, আরও ভালো কাজ যাতে করতে পারি সেই জন্য সকলের কাছে সহযোগিতা চাই। মানুষের ভালোবাসা নিয়ে জীবনের শেষ পর্যন্ত মানুষের জন্য কাজ করতে চাই। যত বাধাই আসুক না কেনো, জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

অনুষ্টান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের মাঝে সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা স্বারক ও সম্মাননা প্রধান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও গুনীজনদের সম্মাননা প্রধান
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ