বাগেরহাটে আরও ৬৯৬ ভূমিহীন পরিবার পাচ্ছেন জমিসহ ঘর
আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছেন বাগেরহাট জেরার ৯টি উপজেলার আরো ৬৯৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধমে উপহারের এসব ঘরগুলোর চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংএ এতথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক জানান, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণাকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের ৪র্থ পর্যায়ে ইতোমধ্যে বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৬ হাজার ২৬৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে তিন ধাপে ২ হাজার ২৫৪টি পরিবারকে জমিসহ সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে। চতুর্থ পর্যায়ে জেলার মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুক‚লে ১ হাজার ৪০৯টি ঘর নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধমে জেলার ৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৬৯৬টি পরিবারের মাঝে ২ শতক জমির দলীলসহ সেমিপাকা ঘরের চাবি হস্তান্তর করবেন। এসব
ঘরের মধ্যে রয়েছে, মোংলায় ২২০টি, মোরেলগঞ্জে ১৩৭টি, মোল্লাহাটে ৮৩টি, শরণখোলায় ৭৫টি, ফকিরহাটে ৭৫টি, বাগেরহাট সদরে ৪৪টি, চিতলমারীতে ৩২টি, রামপালে ২০টি ও কচুয়া উপজেলায় ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলীলসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে।