রাঙামাটিতে জাতীয় পার্টি জেলা সম্মেলনে: মুজিবল হক এমপি

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ বিএনপি মারমূখী অবস্থায় আছে। তাদের এই কর্মকাণ্ডে দেশের মানুষ খুবই আতঙ্কিত। দীর্ঘ ক্ষমতায় থেকে দেশকে লুটপাট করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন মুজিবুল হক চুন্নু এমপি।
বুধবার(১৫ মার্চ) বিকেলে উসাইএ দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন, তিনি আরো বলেন,আগামী নির্বাচলে জাতীয় পার্টি কারো সঙ্গে জোটে গিয়ে নির্বাচনে যাবে না।
জাতীয় পার্টি ৩০০ আসনে একক প্রার্থী দিবে বলে জানান। জাতীয় পাটি চলবে জিএম কাদের এর নেতৃত্বে। এসময়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রসিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য আলহাজা সোলয়মান আলম শেঠ এবং রেজাউল করিম ভূইয়া, আচ্ছাপুল বাচ্চা, পজেশ চাকমা, সুদীর্ঘ চাকমা, নাসির উদ্দীন উজ্জ্বল চাকমাসহ জেলা উপজেলার নেতা ও তৃনমুল ওর্য়াড পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন । এতে সম্মেলন সফল ভাবে সম্পন্ন হচ্ছে বলে জানা যায়।