গাজীপুর ঘুরে গেলেন প্রধানমন্ত্রী

সদরুল আইনঃ
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরের কাশিমপুরে আসেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুরে পৌঁছান তিনি।
জানা গেছে, কাশিমপুর থানার তেতুইবাড়ী এলাকার ওই নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে হাসপাতাল এলাকার নিরাপত্তার জোরদার করা হয়। পুরো এলাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ঘিরে রাখে।
অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজের সিইও অধ্যাপক তৌফিক বিন ইসমাইল, কেপিজে হেলথকেয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এমেরিটাস দাতো, ডাক্তার লোকমান সাইমসহ অনেকেই উপস্থিত ছিলেন।