সদরপুরের যুবক গাজাসহ শিবচরে আটক

ইমরান হাসান তমাল, সদরপুর, ফরিদপুরঃ
সদরপুর থানার চরমানাইর ইউনিয়ন রাভিকান্দি গ্রামের যুবক গিয়াসউদ্দিন ফকির শিবচর থানায় গাঁজা সহ আটক।
এসআই (নিঃ)/রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শিবচর থানার জিডি নং-৭০৬, তারিখ-১৩/০৩/২০২৩ ইং মূলে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালে ইং-১৩/০৩/২০২৩ তারিখ রাত ২২.৪৫ ঘটিকার সময় পাচ্চর ইউনিয়নস্থ বাহেরচর ২নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ কালাম শিকদার এর মালিকানাধীন শিকদার এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী-১ গিয়াসউদ্দিন ফকির (৩৫), পিতা-মোঃ চান মিয়া ফকির, মাতা-হাবিয়া বেগম, সাং-চর গজারিয়া রাঢ়ীকান্দি, ৭নং ওয়ার্ড ইউপি-চরমানাইর, থানা-সদরপুর, জেলা-ফরিদপুরের নিকট হইতে ০৪(চার) কেজি কথিত গাঁজা মূল্য (অনুমান) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উদ্ধার কারা হয়। পরবর্তীতে এসআই (নিঃ)/রবিউল ইসলাম বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করিলে শিবচর থানা মামলা নং-২০ তারিখ-১৪.০৩.২০২৩ ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারনির ১৯(ক) রুজু করা হইয়াছে।