“ভাষার মাসে ফাগুন আসে” কবি অজয় রায়

বিশেষ প্রতিনিধি:
“ভাষায় মাসে ফাগুন আসে” প্রকাশ করলেন কবি অজয় রায়।জন্ম ১৯৭৭সালের ৩রা এপ্রিল।মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলহা গ্রামের মৃত অবনী কুমার রায় ও আরতী দম্পতির তৃতীয় পুত্র।
মুরারিচাঁদ কলেজ থেকে মাস্টার্স,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম ও নৃ-বিজ্ঞান মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমের দায়িত্ব পালন করেছেন। মধ্যনগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সুনামগঞ্জ সাহিত্য পুরষ্কার২০২১, প্রিয়ঙ্গন সাহিত্য কুটির, সুপারস্টার অ্যাওয়ার্ড ঢাকা,পুরষ্কারসহ বিভিন্ন সাহিত্য পুরষ্কারে ভূষিত হয়েছেন।
তখনকার এনবিসিটির ‘কৈশোর বাংলাদেশ’ প্রকল্পের ‘কৈশোর বার্তা’ নামক ত্রৈমাসিক পত্রিকার সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন, সে-সময় বৃটিশ হাইকমিশনার ড.ডেভিড কার্টারসহ বিশিষ্টজনের সঙ্গ করেন এবং ২০০৪ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় সুযোগ পান।হাওর ও প্রকৃতির রূপবৈচিত্র,কবিতায় দেশপ্রেম, সমাজচিত্র, সমসাময়িক বিষয়, বৈচিত্রের বর্ণনা, হাওরবাসীর সংগ্রামী জীবন, সুখ-দুঃখ, কবিতার ছন্দে ফুটিয়ে তোলার চেষ্ঠা করেছেন।
তাঁর রচিত গ্রন্থগুলোর মধ্যে হাওর কন্যা, পাহাড়ি ঢল, মুক্তি যোদ্ধের গল্প “ফিরে এলো না” এবং সর্বশেষ চতুর্থ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয় জাতীয় একুশেবই মেলায় ” ভাষার মাসে ফাগুন আসে”।পরিশেষে কবি অজয় রায় তাঁর তুলে ধরা “ভাষার মাসে ফাগুন আসে” আমার রচিত বইটির লিখনী যদি সম্মানিত বই পিপাসু পাঠকদের মনে কিঞ্চিৎ পরিমান স্থান করতে পারে তবেই আমার রাতজাগা পরিশ্রম সার্থক হবে মনে করি।