বিজয় নিশান
কবিঃ অধ্যাপক আতিয়ার রহমান
অত্যাচারীর তীব্র আঘাতে প্রচন্ড বঞ্চনা,
হৃদয় বিদারক,লোম হর্ষক, রুক্ষ ঘটনা!
নয় মাসের মুক্তি যুদ্ধের করুণ ইতিহাস,
কোটি মানুষের আর্তনাদ,দীর্ঘ নিঃশ্বাস।
শকুনে লাশ টেনে ছিঁড়ে আহার বানিয়ে,
মায়ের কোল থেকে শিশুকেও ছিনিয়ে!
মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়ে হত্যা,গুম,
স্বামীকে হত্যা করেও কেড়েছে স্ত্রীর ঘুম।
শিক্ষক, কবি,লেখক,চিকিৎসক, নেতা,
বুদ্ধিজীবী,কর্মজীবীর লাশ হেথা সেথা।
ছাত্র ছাত্রী, জনগণ করলো সবাই পণ,
স্বাধীনতার জন্য হবে জীবন কোরবান।
শিল্প কলকারখানা ধ্বংসে উৎপাদন বন্ধ,
মিত্র শক্তির সাহায্যে ফিরে পেলাম ছন্দ।
১৬ ডিসেম্বর,শত্রু বাহিনীর আত্মসমার্পন,
বাংলার আকাশেও উড়ল বিজয় নিশান।
বাঙ্গালী জাতির গর্ব আজ ১৬ ডিসেম্বর,
বিজয় মালা চিত্তের দাবী বড় অহংকার।