উজিরপুরে সাকুরা ও সুগন্ধা দুটি যাত্রীবাহী বাসের মূখোমূখি সংঘর্ষে নিহত ১ আহত ২০

উজিরপুর(বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহসড়কে বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা মোড় এলাকায় বুধবার সকালে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মূখোমূখি সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২০জন যাত্রী আহত হয়েছে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে তখন দুরপাল্লার বাসযাত্রীসহ মালমাল পরিবহনে নিয়োজিত যানবাহনগুলোকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
গুরুতর আহতদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে।
দুটি বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর সুগন্ধা বাসটি ছিটকে মহাসড়কের পাশের একটি গাছের ওপর আছড়ে পড়ে। এতে সুগন্ধা পরিবহনের যাত্রী মোঃ কামাল সিকদার ( ৪২) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত যাত্রী মোঃ কামাল সিকদারের বাড়ি ফরিদপুর জেলা সদরের সদরপুর এলাকায়। সে ওই এলাকার মোঃ বোরহান সিকদারের ছেলে। ভয়াবহ এ দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে সাকুরা পরিবহনের যাত্রী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডাঃ মাকসুদ এর অবস্থা আশঙ্কাজনক। সংকটাপন্ন অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার্স  ইনচার্জ মোঃ কামরুল হাসান ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের ঢাকা মেট্রো ব ১৫-৬৯৩৬ নম্বরের যাত্রীবাহী বাসটি বুধবার সকাল সোয়া ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামড়াইল ইউনিয়নের আটিপাড়া মোড় এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মূখোসূখী সংঘর্ষ হয়। এ সময় সুগন্ধা পরিবহনের বাসটি ছিটকে মহাসড়কের পাশের একটি বড় গাছের ওপর আছড়ে পড়ে।  এতে গাছের সাথে চাঁপা পড়ে সুগন্ধা পরিবহনের যাত্রী মোঃ কামাল সিকদার (৪২) ঘটনাস্থলেই নিহত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় দুটি বাসের অন্তত যাত্রী ২০জন যাত্রী আহত য়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ, উজিরপুর ফায়ার সার্ভিসের একটি টীম ও এলাকাবাসী সেখান থেকে হতাহতদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেয়। এ সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে তখন দুরপাল্লার বাসযাত্রীসহ মালমাল পরিবহনে নিয়োজিত যানবাহনগুলোকে চরম ভোগান্তির শিকার হতে হয়।স্থানীয়রা আরো জানান,ঢাকা বরিশাল মহাসড়কের সাকুরা পরিবহনের বেপরোয়া গতির কারণে অধিকাংশ সময় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই সুমন চন্দ্র সরকার জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটিকে জব্দ করেছে। পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে মহাসড়ক যানজট মুক্ত করে দিয়ে এখন বাস দুটিকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উজিরপুর * সাকুরা * সুগন্ধা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ