আলো ছড়াচ্ছেন এস্থেটিশিয়ান আসমা খাতুন মিনা

 

এস বি সোহেল :

 ‘বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে।’ বাসন্তী বাতাস কোনো সখার বাড়ি আসে কিনা জানি না, তবে প্রকৃতির যৌবন ফিরিয়ে দিতে যে ফাল্গুন এসেছে বসুন্ধরায়, সে ফাল্গুনের হাওয়া লেগেছে ‘গ্লো এস্থেটিকস বিউটি হাবে।’ তাই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে ‘গ্লো এস্থেটিকস বিউটি হাব’ আয়োজন করেছে নান্দনিক এক ফটোশুট।পরিকল্পনায় ছিলেন আসমা খাতুন মিনা।

গতকাল ধানমন্ডি ৯/এ’তে  ‘গ্লো এস্থেটিকস বিউটি হাব’র এই ফটোশুটে অংশ নেন বাংলাদেশি র‌্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।এবারের শুটের থিম ছিল বসন্ত। আর ‘বসন্ত’ থিমের উপর ফটোশুটে বুলবুল টুম্পার সাথে স্ত্রিন শেয়ার করেন ‘গ্লো এস্থেটিকস বিউটি হাব’র ব্যবস্থাপনা পরিচালক আসমা খাতুন মিনা।

বুলবুল টুম্পা বলেন, আমি সারাবছর ব্যস্ত থাকতে পছন্দ করি। কাজের মধ্যেই থাকি সবসময়। আজ আমরা গ্লো এস্থেটিকস বিউটি হাব’র ফটোশুট করছি। বসন্ত আর ভালোবাসা দিবস যেহেতু একই সাথে পড়ে তাই দুইটা শুট’ই আমরা এক সাথে করছি। ধন্যবাদ জানাই “গ্লো এস্থেটিকস বিউটি হাব” এর সত্ত্বাধিকারী আসমা খাতুন মিনাকে আমাকে এতো সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তিনি আরো বলেন, দেশীয় পোশাক আমার পছন্দ এবং দেশের কালচার, আমি যখন ফ্যাশান শো করি দেশীয় পোশাকে দেশের কালচারের গানগুলো আমি ইউজ করি, সবসময় চাই দেশের কালচারটা তুলে ধরতে।

গ্লো এস্থেটিকস বিউটি হাব’র ব্যবস্থাপনা পরিচালক আসমা খাতুন মিনা বলেন, আমি খুবই খুশি বুলবুল টুম্পা আপুর মত লিজেন্ড মানুষের সাথে কাজ করতে পেরে, আমাদের আজকে দুইটা শুট ছিলো অনেক ভালো দিন কেটেছে আজ এবং যারা আজকের কাজের সাথে  জড়িত ছিলো সবাইকে অনেক ধন্যবাদ। তিনি আরো বলেন ‘বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত গ্লো এস্থেটিকস। আসছে বসন্ত ও ভালোবাসা দিবসে সবাই নিজেকে পরিপাটি রাখতে চান। তাই এবারের বসন্ত’কে সামনে রেখে আমাদের বিশেষ ছাড় রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ