ময়মনসিংহে আধুনিক উপশহর মবিনাউস সিটি গড়ে তোলার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে পরিবেশ বান্ধব,যানজটমুক্ত আধুনিক উপশহর মবিনাউস সিটি গড়ে তোলার লক্ষ্যে  ময়মনসিংহ বিভাগ নাগরিক উন্নয়ন সোসাইটি এর আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে  । শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রওফ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু  প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ‍্যাপক ইউসুফ খান পাঠান,  ইসলামী ফাউন্ডেশন ময়মনসিংহের  সাবেক উপ পরিচালক আব্দুল বাতেন, ময়মনসিংহ বিভাগ নাগরিক উন্নয়ন সোসাইটি (মবিনাউস) এর সভাপতি ও সংগঠক মুফতি মুহাম্মদ শহীদউল্লাহ, মবিনাউস ঢাকার সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং  মবিনাউস জামালপুরের সভাপতি খাইরুল আশম সিদ্দিক প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এডভোকেট হাবিবুজামান  খোররম  ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মবিনাউস * ময়মনসিংহ * সমাবেশ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ