শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

 

আবুসাঈদ, গাজিপুরঃ

গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি  শ্রীপুর পৌর সভার বেড়াইদেরচালা গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরিদ আহম্মেদ(৩৫)। গতকাল বুধবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে শ্রীপুর পৌর সভার বেড়াইদেরচা এলাকা থেকে ইয়াবাসহ ফরিদ আহম্মেদ(৩৫) কে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই আবু রাইহান। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেড়াইদেরচালা মোড়ে আশরাফের টংদোকানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান,গ্রেপ্তারকৃত ফরিদ আহম্মেদ দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * শ্রীপুর
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ