দিরাইয়ে বিএনপির সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি

 

শিশির কুমার অধিকারী, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর সমর্থক দিরাই উপজেলা বিএনপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের সমর্থকদের মধ্যে একই স্থানে সমাবেশ আহবানকে কেন্দ্রকরে উত্তেজনা দেখা দিলে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বুধবার সকাল ১০টা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত দিরাইয়ে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন।

জানা যায় দিরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি (সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের পিতা) আব্দুস শহীদ চৌধুরীরর মৃত্যুবার্ষীকি উপলক্ষ্যে স্থানীয় বাগানবাড়ী কমিউনিটি সেন্টারে স্মরণসভার আয়োজন করা হয়, এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলমি খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়।

উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে ব্যাক্তি বিশেষের প্রোগ্রামে কেন্দ্রীয় নেতার আগমনের খবর পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় বিএনপি। একই স্থানে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দিরাই উপজেলা ও পৌর বিএনপি। পাল্টাপাল্টি সমাবেশ আহবানকে কেন্দ্র করে দিরাই উপজেলা সদরে উত্তেজনা দেখা দেয়। এর পরিপেক্ষিতে দিরাই উপজেলা প্রশাসনের সমাবেশস্থলে ১৪৪ জারি করে। অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, দিরাইয়ের রাজনীতি আজ কলুষিত হয়েছে। কেন্দ্রীয় নেতারা পথিমধ্যে ফিরেওে গেছেন। সরকারী দলের সাথে আতাত করে ১৪৪ জারি করা হয়েছে।

দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুত্তি ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আযোজন করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিরাই আসবেন এমন কিছু জানেনা স্থানীয় বিএনপি।

কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী ও স্থানীয় বিএনপিকে না জানিয়ে দলীয় কোন প্রোগ্রামে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসতে পারেননা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ১৪৪ ধারা জারি * দিরাইয় * বিএনপির সমাবেশ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ