ঘূর্ণিঝড় সিত্রাং তান্ডবে দুমকিতে ট্রলার ডুবিতে নিহত-১
২০ কাঁচা ঘরবাড়ি বিধস্ত, ভেসে গেছে শতাধিক ঘেরের মাছ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় সিত্রাং তান্ডবে পটুয়াখালীর দুমকিতে ট্রলার ডুবিতে ১ব্যক্তি নিহত, কাঁচা ঘরবাড়ি বিধস্ত, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন, বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে শতাধিক পুকুর-ডোবাসহ ঘেরের মাছ ভেসে গেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণীঝড় সিত্রাংয়ের তান্ডবে উপজেলার সীমান্তবর্তী লোহালিয়া নদীতে নোঙ্গরকরা ইটবোঝাই কার্গোট্রলার ডুবিতে নুরুল ইসলাম মোল্লা(৫০) নামের একব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের নাজিরপুর গ্রামে। এছাড়া বিভিন্ন এলাকায় বিশাল বিশাল গাছপালা উপড়ে পড়ে কাঁচা ঘরবাড়ি বিধস্ত, অর্ধশতাধিক স্পটে বিদ্যুৎলাইন বিচ্ছিন্ন, বৃষ্টি ও জোয়ারের পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এসব এলাকায় শতাধিক পুকুর-ডোবা ও ঘের তলিয়ে কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, ঘূর্ণীঝড় সিত্রাং তান্ডবে উপজেলার পায়রা নদীর তীরবর্তি বাহেরচর, রাজগঞ্জ, চান্দখালী ও চরবয়েড়া এলাকায় ভেরিবাধ ভেঙ্গে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। ঝড়ের তান্ডবে উপজেলার চরবয়েড়া গ্রামের হানিফ মোল্লা, কামাল মৃধা, শহিদ হাওলাদার, শ্রীরামপুর গ্রামের আবুল কালাম মৃধাসহ অন্তত: ১৫/২০জনের বসত:ঘর, পাকেরঘর ও গোয়াল ঘরের ওপর গাছ উপড়ে পড়ে কাঁচাঘরবাড়ি বিধস্ত হয়েছে। আংগারিয়া ইউনিয়নের বাহেরচর এলাকায় অর্ধশতাধিক বাড়ি, পুকুর, ডোবা তলিয়ে গেছে। এসব পুকুর ডোবাসহ মাছের ঘেরের মাছ ভেসে গেছে। চরবয়েড়া এলাকায় মধুমৃধা বাড়ি সংলগ্ন ভেরিবাঁধের ভাঙ্গন দিয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। একই ভাবে পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকায় ওয়াপদা বেরিবাঁধ ভেঙ্গে পায়রার পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ঝড়ের তান্ডবে পল্লীবিদ্যুতের অন্তত: ৮/১০টি স্পটে খুটি ভেঙ্গে ও হেলে পড়ে এবং গাছ উপড়ে ও ডালপালা ভেঙ্গে পড়ায় অন্তত: শতাধিক স্পটে লাইন ছিড়ে লন্ডভন্ড হয়। এতে গত দু’দিন বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো উপজেলা।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার জানান, নদীর তীরবর্তি বাসিন্দাদেরকে আগে ভাগেই তারা সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়ায় বড় কোনো বিপদাপদ বা প্রানহানি ঘটেনি, তাছাড়া ঝড়ের মধ্যেও তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের খোজঁখবর নিয়েছেন। উল্লেখযোগ্য তেমন কেন ক্ষয়ক্ষতি হয়নি।
পল্লীবিদ্যুৎ দুমকি সাব জোনাল অফিসের ইনচার্জ সহকারী প্রকৌশলী বিশ্বাস জামাল উদ্দিন জানান, প্রচন্ড ঝড়ো হাওয়ায় পুরো উপজেলার বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক লাইনের ওপরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, আমরা ইতিমধ্যেই আমাদের জনবল নিয়ে দ্রæত কাজ করছি।
উপজেলা নির্বাহি অফিসার মো: আল-ইমরান বলেন, সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি নিরূপনে ইতোমধ্যে সকল ইউপি চেয়ারম্যানদের তথ্য জানাতে নির্দেশ দেয়া হয়েছে। দু’একদিনের মধ্যেই জেলা প্রশাসনে ক্ষতির রিপোর্ট দেয়া হবে।