ময়মনসিংহে হকারদের পুনর্বাসনের দাবিতে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :-
ভাত চাই,কাজ চাই, সৎপথে বাঁচতে চাই, এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে শান্তিপুর্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
২৫ অক্টোবর মঙ্গলবার বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন রোড, গাঙ্গীনারপাড় ফুটপাত হকার্সলীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এ সময়ে উপস্থিত ছিলেন তৌকির মাহবুব শরীফ,মোঃ আনোয়ার হোসেন, জনি আহমেদ, অরচী, সবুজ, বিলাশসহ ফুটপাত হকার্সলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন আমাদের স্থায়ী পুর্নবাসন করে দেন, স্থায়ী পুর্নবাসন না দেওয়া পযর্ন্ত অফিস আদালত বন্ধের পর বিকাল ৪ টা থেকে ফুটপাতে দোকান করার ব্যবস্থা করে দেন। আপনার প্রতিশ্রুতি আছে যে কেউ যেন অনাহারে না থাকে। কিন্তু আমাদের কথা কেউ শুনছে না।আমরা কার কাছে যাবো,সকলেই আমাদের তাদের কাজে ব্যবহার করে। আপনি আমাদের বাঁচান। আমরা না খেয়ে এবং অর্ধাহারে দিনপাত করছি ।